করোনার কারণে থমকে থাকা এই সময়ে দেশি-বিদেশি শোবিজ তারকারা অনলাইনে সব থেকে বেশি সময় পার করছেন। যেহেতু বাসাতেই থাকতে হচ্ছে, তাই বাসার কাজের বাইরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রামে তারকাদের উপস্থিতি এখন চোখে পড়ার মতো। অনেকে আবার মনোযোগ দিয়েছেন ইউটিউব ও ফেসবুক-টুইটারে নিত্য নতুন ভিডিও প্রকাশে। যেমনটা করছেন চলতি সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী সাফা কবির৷ ইউটিউবে এখন বেশ নিয়মিত সাফা। এরইমধ্যে তার চ্যানেলটি এক লাখ সাবস্ক্রাইবার পেরিয়েছে। রমজান শুরু হওয়ার পর থেকেই সাফা ইফতারের নানা ধরনের রেসিপির বাইরে বিভিন্ন হেল্প টিপসের ভিডিও প্রকাশ করছেন নিজের এ চ্যানেলে। তার প্রকাশিত এসব ভিডিও প্রশংসিতও হচ্ছে বেশ। বিষয়টি নিয়ে এ মডেল-অভিনেত্রী বলেন, ইউটিউবে কিন্তু আমি লকডাউনের আগে থেকেই বিভিন্ন ধরনের ভিডিও প্রকাশ করে আসছি।লকডাউনের পর থেকে হয়তো সরব বেশি হয়েছি। আর রমজানে একটু আলাদা ধরনের ইফতার রেসিপি তৈরির ভিডিও প্রকাশ করছি। আমার ভক্ত-দর্শকরা বেশ উপভোগ করছেন এগুলো। তাদের উৎসাহে আরো বেশি অনুপ্রাণিত হচ্ছি। আরো কিছু রেসিপির ভিডিও এই রমজানে প্রকাশের ইচ্ছে আছে। রেসিপির বাইরেও কিছু ভিডিও প্রকাশ করবো। আশা করছি ভালো লাগবে সবার। এদিকে সাফা কবির অভিনীত ‘শো ম্যাকার’ শিরোনামের একটি নাটক এই ঈদে দেখা যাবে। এর শুটিং অবশ্য লকডাউনের আগেই শেষ করেছিলেন তিনি। নাটকটিতে সাফা অভিনয় করেছেন আফরান নিশোর বিপরীতে। এটি পরিচালনা করেছেন খায়রুল পাপন।