বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:০২ পূর্বাহ্ন

সিলেটে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে দুই জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০
  • ১৬৫
সিলেটে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ‘করোনা আইসোলেশেন সেন্টার’ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া এক জনের বাড়ি সিলেটের বিশ্বনাথে ও আরেকজন নগরীর দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা।

তারা দুই জন সর্দি, জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুশান্ত কুমার মহাপাত্র। তিনি বলেন- তাদের করোনা পরীক্ষার জন্য ইতিমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর