শনিবার, ১০ জুন ২০২৩, ০২:২২ অপরাহ্ন

সিলেটে যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২০
  • ২১৫

সিলেটে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন ওয়ার্ড যুবলীগ সভাপতি শামীম আহমদ। সঙ্গে তার ভাই শাহীন আহমদ। র‌্যাব সদস্যরা শুক্রবার ভোররাতে তাকে শেখঘাটস্থ বাসা থেকে গ্রেপ্তার করে। থানায় হস্তান্তরের পর বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শামীম আহমদ সিলেট নগরীর ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার পিতা মুহিবুর রহমান। গোপন সংবাদের ভিতিত্তে র‌্যাবের একটি দল ভোররাতে তার বাসায় অভিযান চালায়। এ সময় অস্ত্র সহ বাসা থেকে শামীম ও তার ভাই শাহীন আহমদকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানিয়েছেন- রাতে আটক করার পর শুক্রবার সকাল ১১ টার দিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

তাদের দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এর আগে শেখঘাটের একটি ব্যবসা-প্রতিষ্ঠানে চাঁদাবাজির ঘটনায় তাদের দুইজনের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা রয়েছে বলেও জানান ওসি সেলিম মিয়া।

শেয়ার করুন

আরো খবর