সিলেটে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ‘প্রজন্ম প্রত্যাশা’।
সংগঠনটি সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের ১৮১ পরিবারের পাশে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইউনিয়নের মালীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৬৩ পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন ‘প্রজন্ম প্রত্যাশা’ নেতৃবৃন্দ।
আজ শুক্রবার (১ মে) চতুল বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়দের হাতে অর্থ তুলে দেবে সংগঠনটি।
সংগঠনের সভাপতি প্রকৌশলী হারুনুর রশীদ বলেন, ‘সুশীল সমাজ গড়ার প্রতিশ্রুতিতে আমরা’-এই স্লোগানে ২০১২ সালে চতুলের একঝাঁক তরুণের উদ্যোগে এই সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়। এরপর থেকেই এলাকার বিভিন্ন ধরণের সামাজিক কর্মকাণ্ড ছাড়াও দাতব্য কাজ পরিচালনা করে আসছে।’
তিনি বলেন, ‘এরই ধারাবাহিকতায় করোনায় কর্মহীন অসহায়দের সহযোগিতায় দেশে-বিদেশে থাকা প্রজন্মের সদস্য ও শুভাকাঙ্খীদের অর্থায়নে ‘রামাদ্বান ফুড প্যাক এন্ড কোভিট-১৯ হেল্প প্রজেক্ট ২০২০’ বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রজেক্টের আওতায় বড়চতুল ইউনিয়নের ১৮১ পরিবারের মাঝে নগদ ২ লাখ ১০ হাজার টাকা এবং প্রজন্মের নিজস্ব অর্থায়নে জৈন্তাপুরের চারিকাটা ও দরবস্ত ইউনিয়নে আরও ২৮ টি পরিবারের মাঝে নগদ ২৮ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।’
এসব অর্থ বিতরণকালে কানাইঘাট প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. জাকারিয়া, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রজন্ম প্রত্যাশা’র সাধারণ সম্পাদক আমিন উদ্দিন, স্থায়ী পরিষদ সদস্য আলা উদ্দিন, এখলাছুর রহমান, আল নোমান খসরু, সদস্য মাহমুদুর রহমান তারেক, ইমরাউল কয়েস, সুবায়েল আহমদ, প্রজন্মের সদস্য ও রাইজিংবিডি’র নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল নোমান, জুনায়েদুর রহমান, ইকবাল হোসাইন, বাবুল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।