সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। রবিবার রাতে বুকে ব্যথা অনুভব করায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকদের সহায়তায় শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় গতকাল মঙ্গলবার।
প্রবীণ এই কংগ্রেস নেতাকে রবিবার রাত ৮ টা ৪৫ মিনিটে দেশের ঐ বড়ো হাসপাতালের কার্ডিও-থোরাসিক ওয়ার্ডে ভর্তি করা হয়।
এইমস হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, একটি নতুন ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়া হওয়ার পরেই তিনি অসুস্থ বোধ করছিলেন। তাকে বাড়িতেও আপাতত চিকিত্সা পর্যবেক্ষণেই থাকতে হবে। -এনডিটিভি