শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ন

হাতিয়ায় আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা:
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০
  • ২৩২

সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে উপকূলী দ্বীপ উপজেলা হাতিয়ায় ঝড় বৃষ্টি বৃদ্ধি পাওয়ায় আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে নদীর তীরবর্তী লোকজন।

ইতোমধ্যে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা প্রশাসনের ব্যাপক প্রচেষ্টায় সহস্রাধিক লোককে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। আশ্রয় কেন্দ্রের লোকজনের মধ্যে শুকনো খাবার বিতরণ করার পাশাপাশি দাতা সংস্থা ইউএনডিপি থেকে প্রাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সেভলন, ডেটল, মাক্স, পানি বিশুদ্ধিকরণ টেবলেট বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম।

রাতে জোয়ারের পানিতে প্লাবিত অঞ্চল গুলো বুধবার সকালে সরেজমিনে দেখে ক্ষতিগ্রস্ত লোকদেরকে ত্রাণ সামগ্রী দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

এদিকে সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে হাতিয়া দ্বীপে ভারি বৃষ্টিপাত ও বাতাস বইতে শুরু করেছে। এতে করে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হয়ে পড়েছে। সিপিপির কর্মীদের সতর্কতা মূলক মাইকিং ও আবহাওয়া পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েছে দ্বীপের লোকজন। হাতিয়ার সাথে বাহিরের সকল প্রকার নৌ যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

শেয়ার করুন

আরো খবর