সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ন

হিলি সীমান্তে ১ হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ

ক্রাইম এক্সপ্রেস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২০
  • ২২৫

শনিবার (২ মে) বেলা ১১ টায় হিলি-পাঁচবিবি সীমান্তের হতদরিদ্রদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন জয়পুরহাট- ২০ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মদ ফেরদৌস হাসান টিটো।

ফেরদৌস হাসান টিটো রাইজিংবিডিকে বলেন, ‘করোনাভাইরাস প্রতিহত করতে আমরা সবসময় কাজ করছি। করোনা সম্পর্কে সীমান্তবাসীকে সচেতন করছি। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা তাদের পাশে আছি।’

তিনি বলেন, ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বিজিবির যৌথ উদ্যোগে এ সহযোগিতা করা হয়। হিলি-পাঁচবিবি সীমান্তের প্রতিটি ক্যাম্পের মাধ্যমে ১০০ জন করে মোট এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।’

এ সময় পাঁচবিবি উপজেলার ১ নম্বর বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক, আটাপাড়া ক্যাম্প কমান্ডার আবু সাইদ ও বাগজানা ইউনিয়নের আটাপড়া ৩ নম্বর  ওয়ার্ডের ইউপি সদস্য ছানোয়ার হোসেনসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর