লাক্সতারকা নাজিয়া হক অর্ষা। টেলিভিশন নাটকের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করছেন নিয়মিত। লকডাউনের আগেই ‘সুন্দরী’ নামে নতুন একটি ওয়েব সিরিজের শুটিং শুরু করেছিলেন। অনেকখানি কাজ শেষও করেছিলেন। কিন্তু করোনাভাইরাসের তান্ডবে পুরো শুটিং শেষ করা যায় নি। আর এতে আটকে গেছে ৭ পর্বের এ ওয়েব সিরিজটি। অর্ষা বলেন, এই ওয়েব সিরিজের গল্পটি দারুণ। আমরা উৎসাহ নিয়েই এতে কাজ করছি।
আর মাত্র দুই দিন শুটিং করলেই এটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যেত। কিন্তু তার আর সুযোগ মিলেনি। করোনাভাইরাসের কারণে শুটিং বন্ধ হয়ে যায়। তাই মনটা খারাপ। তবে লকডাউন খোলার পরপরই এর শুটিং শেষ করা হবে বলে জেনেছি। একটি সুন্দরী প্রতিযোগিতাকে কেন্দ্র করে ওয়েব সিরিজটির গল্প বিস্তৃত হয়েছে। গত মার্চের প্রথম দিকে এর কাজ শুরু করেন পরিচালক সানিয়াত হোসেন। শ্রীমঙ্গলে শুটিং করে ঢাকায় ফেরার পরই লকডাউনে পড়ে শুটিং টিম। এদিকে আরো তিনটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন অর্ষা। এগুলো হলো ‘সেন্ড মি নুডস’, ‘দ্বিতীয় কৈশোর’ ও ‘হারেস’। গত ২২শে মার্চ থেকে হোম কোয়ারেন্টিনে রয়েছেন এ অভিনেত্রী। তার অভিনীত ‘ভদ্রপাড়া’ নাটকটি বাংলাভিশনে প্রচার হচ্ছে। এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।