পদযাত্রায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে অস্থায়ী মঞ্চের পাশে জড়ো হন। তাদের হাতে রয়েছে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের ছবি সংবলিত ব্যানার। এই সময় তাদের খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তি ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে। অন্যদিকে বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশসহ সাদা পোশাকের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি থেকে শুরু হয়ে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি।
আরো পড়ুন:সাত্তারকে প্রতিহতের ঘোষণা দিয়ে মাঠে নেই বিএনপির নেতারা