শনিবার, ১০ জুন ২০২৩, ০১:৫৭ অপরাহ্ন

৩০ মে পর্যন্ত পুঁজিবাজার বন্ধ

ক্রাইম এক্সপ্রেস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৭২

দেশের করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলার অংশ হিসেবে আগামী ৩০শে মে পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার এই তথ্য নিশ্চিত করেছে ডিএসই।
করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার সাধারণ ছুটি বাড়ানোর পর বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসইর জনসংযোগ ও প্রকাশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, দেশের করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার ৩০শে মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। ৩০ শে মে পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের সব কার্যক্রম বন্ধ থাকবে।
প্রথম দফায় গত ২৬শে মার্চ থেকে ৪ ঠা এপ্রিল পর্যন্ত পুঁজিবাজার বন্ধ ঘোষণা করা হয়। এরপর সরকারি ছুটি বাড়লে ৫ থেকে ১১ই এপ্রিল পর্যন্ত পুঁজিবাজার বন্ধ রাখা হয়। দ্বিতীয় দফায় সাধারণ ছুটি বাড়িয়ে ১৪ই এপ্রিল পর্যন্ত করা হয়। তৃতীয় দফায় সাধারণ ছুটি বাড়িয়ে ২৫শে এপ্রিল পর্যন্ত করা হয়। চতুর্থ দফায় সাধারণ ছুটি বাড়িয়ে ১৬ই মে পর্যন্ত করা হয়। এখন আবারও সেই ছুটি বাড়িয়ে ৩০ শে মে পর্যন্ত করা হয়।

এতে পুঁজিবাজার বন্ধের সময়সীমাও বাড়ছে।

শেয়ার করুন

আরো খবর