রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:৪৬ অপরাহ্ন

৩৯২ ডাক্তারসহ ৮৮১ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০
  • ২৮৭

দেশে এখন পর্যন্ত ৮৮১ জন স্বাস্থ্যকর্মী করোনাাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে চিকিৎসক ৩৯২ জন, নার্স ১৯১ জন এবং বাকি ২৯৮  জন মেডিকেলের অন্যান্য স্টাফ রয়েছেন। যা দেশে মোট আক্রান্তের প্রায় ১২  শতাংশ।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ( বিএমএ)- এর দপ্তর সম্পাদক মোহাম্মদ  ডা. শহিদুল্লাহ  এ তথ্য জানিয়ে বলেন, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এছাড়াও স্বাস্থ্যকর্মীদের পরিবারের সদস্যও আক্রান্ত হচ্ছেন। শত শত স্বাস্থ্যকর্মী ইতোমধ্যে কোয়ারেন্টাইনে  গেছেন। এতে  হাসপাতালগুলোতে চিকিৎসাসেবায় ব্যপক বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ব্র্যাকের এক গবেষণায় দেখা গেছে, চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষার কারণে পরিবারের কথা চিন্তা করে সেবা দিতে ভয় পান। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনার রোগী শনাক্ত হয় গত ৮ই মার্চ। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মোট আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ৭১০৩ জন। মারা গেছেন ১৬৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫০ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৫৯ হাজার ৭০১ জন।

শেয়ার করুন

আরো খবর