বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ন

৯১ জনের পাশে তামিম

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ১৬৩

করোনা মহামারীর প্রকোপে দেশের অনেক খেলোয়াড় মানবেতর জীবনযাপন করছেন। এ দুঃসময়ে তাদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। ৯১ জন অসহায় ক্রীড়াবিদকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি।

তাতে সমন্বয় করেছেন ক্রিকেট কোচ মো. হুমায়ুন কবির শাহীন। মঙ্গলবার তিনি বলেন, গেল তিন-চার দিনে খুঁজে খুঁজে ৯১ অ্যাথলেট বের করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন ফুটবলার, হকি খেলোয়াড়, সাঁতারু, ভারোত্তোলক, জিমন্যাস্ট– সবাই। কোনো খেলার লোকজনই বাদ পড়েনি। এরই মধ্যে বিকাশের মাধ্যমে সবাইকে আর্থিক সহায়তা করা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, তালিকা অনুযায়ী আমি সবাইকে ফোন দিয়েছিলাম। আমার পরিচয় দিয়ে বলেছি– তামিম আপনাদের খোঁজ নিয়েছে। আপনাদের পরিবারের সবার সুস্থতা কামনা করেছে সে। ড্যাশিং ওপেনার শুধু আপনাদের সঙ্গে একটু শরিক হলো। তার হয়ে আমি কিছু টাকা পাঠাচ্ছি। বাজার করে পরিবারের সদস্যদের নিয়ে খায়েন।’

তিনি বলেন, অপ্রত্যাশিত এ সাহায্যে খুশি হয়েছে সবাই। অনেকে কান্না করেছে।

এর আগে তামিম জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে করোনা দুর্গতদের জন্য তহবিল গঠন করেন। উদীয়মান অসহায় অ্যাথলেট সামিউলের পাশে দাঁড়ান তিনি।

সমাজকর্মী নাফিসা খানের ডাকে সাড়া দেন টাইগার ওয়ানডে অধিনায়ক। গেল ২৪ এপ্রিল তার পক্ষ থেকে ঢাকা শহরের ৯ এলাকায় ১৫০ ঊর্ধ্ব পরিবারের কাছে উপহার পৌঁছে দেন তিনি।

শেয়ার করুন

আরো খবর