বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৩৪ পূর্বাহ্ন

অনশনরত প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১১৬
ছবি : সংগৃহীত

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মাদারীপুরের কালকিনিতে গত মঙ্গলবার সকাল থেকে প্রবাসী প্রেমিকের বাড়িতে তিনি অনশন শুরু করেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর শিকারমঙ্গল গ্রামের ২নং ওয়ার্ডের বেপারি বাড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে পক্ষের লোকজনের নির্যাতন থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ওই প্রেমিকা।

সরেজমিনে গিয়ে কলেজছাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার উত্তর শিকার মঙ্গলগ্রামের প্রবাসী রেজাউল করিম বেপারির সঙ্গে ১০ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে তার। এর সুবাদে রেজাউল বেপারি একাধিকবার তাকে বিয়ের আশ্বাস দিয়েও রহস্যজনক কারণে বিয়ে করতে অস্বীকার করেন। পরে কোনো উপায় না পেয়ে তিনি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন। আজ দুপুরে অনশনরত অবস্থায় তাঁকে তার প্রেমিকের পরিবারের লোকজন মারধর করে রক্তাক্ত অবস্থায় ঘর থেকে টেনেহিচড়ে বের করে দেওয়ার চেষ্টা চালায়।

আরো পড়ুন: গ্যাস সরবরাহে এরদোগানের প্রতি পুতিনের আহ্বান

শেয়ার করুন

আরো খবর