অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে এখন বিদেশে রুশা চট্টোপাধ্যায়
অনলাইন রিপোর্ট
আপডেট সময়
মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
৬৮
টিভি সিরিয়ালের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে এখন বিদেশে সংসার যাপন করছেন। বিয়ের সময় যে ব্যঙ্গ, বিদ্রুপ, বিতর্ক হয়েছিল, সমস্ত কিছুকে পেছনে ফেলে স্বামীর সঙ্গে দাম্পত্য জীবন উপভোগ করছেন অভিনেত্রী। ঠোঁটে ঠোঁট রেখে উদযাপন করছেন ভালোবাসা। চলতি বছরের শুরুতেই সিরিয়াল জগৎকে বিদায় জানিয়ে অনুরণ রায়চৌধুরীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী।উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা অনুরণ। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণ থাকেন আমেরিকায়। দুজনের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় চর্চা। বেঁটে বর, এ কেমন জুটি? এই সমস্ত মন্তব্য করা হতে থাকে।তবে এসব বিদ্রুপ গায়ে মাখেননি রুশা। দিব্যি সব কিছু কাটিয়ে স্বামীর সঙ্গে উড়াল দিয়েছেন বিদেশে। নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আবার স্বামীর ঠোঁটে ঠোঁট রেখে রোমান্টিক পোজে ছবিও তুলেছেন অভিনেত্রী।
২০০৯ সালে ‘ওগো বধূ সুন্দরী’র মতো জনপ্রিয় মেগা ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেন রুশা। এরপর ২০১৩ সালে মূল চরিত্রে অভিনয়ের সুযোগ পান। ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। সম্প্রতি ‘শ্রীময়ী’ ধারাবাহিকেও দেখা যায় তাকে। এরপর ‘খেলাঘর’ ধারাবাহিকেও দেখা গেছে অভিনেত্রীকে।ধারাবাহিকের মূল চরিত্র শান্টু ও পূর্ণার দাম্পত্য জীবন তোলপাড় করে দিয়েছিলেন রুশা। এখন দাম্পত্য জীবন নিয়ে ব্যস্ত থাকলেও ভবিষ্যতে আবার অভিনয় জীবনে ফিরবেন রুশা, এটাই প্রত্যাশা ভক্ত-অনুরাগীদের।