শারীরিক অসুস্থতা নিয়েই রোববার আহমেদাবাদ টেস্টে ১৮৬ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি বললেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা । মাঠে খেলতে নেমে বিরাট বুঝতেই দিলেন না যে তিনি অসুস্থ।ইনস্টাগ্রামে একটি স্টোরিতে আনুশকা লেখেন, অসুস্থতা নিয়েও খেলছ তাতেও লক্ষ্যে স্থির। তুমি সবসময় আমার অনুপ্রেরণা।রোববার ২০০ রান প্রায় করেই ফেলেছিলেন বিরাট। ১২০৫ দিন পর টেস্টে শতরান এলো তার ব্যাট থেকে। ২০০ রানও হয়ে যেত যদি উল্টো দিক থেকে এক এক করে ব্যাটার আউট না হয়ে যেতেন। শেষবেলায় তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়ে গেলেন বিরাট। কিন্তু তার ইনিংস ভারতকে ৯১ রানের লিড দিয়ে দেয়।
আরও পড়ন:‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানের অস্কার জয়
উল্লেখ্য, ইডেনে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টের (২৩ নভেম্বর, ২০১৯) পর লাল বলের টেস্টে শতরান আসছিল না ভারতের সাবেক এ অধিনায়কের। এলো আহমেদাবাদে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে শতরান ভারতকে ভরসা দিল।
আরও পড়ন:‘দৈনন্দিন জীবনে বিপ্লব আনতে চলেছে কোয়ান্টাম প্রযুক্তি