শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন

আয় কম হলেও শিক্ষকদের পদমর্যাদা অনেক ওপরে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৮৫

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেছেন, হাদিসে একটি কথা আছে- তোমরা সবাই আলেম হও। যদি হতে না পার, তোমরা আলেমের ছাত্র হও। আর যদি ছাত্র না হতে পারো, তাহলে আলেম যা বলে তা নেমে চলার চেষ্টা কর। আলেম মানে জ্ঞানী লোক, শিক্ষক।সেই জ্ঞানী লোকের কথা হাসিদে এসেছে। তাই শিক্ষকরা হচ্ছে সামাজিক নেতা। শিক্ষকদের কথা নেমে এই সমাজ চলবে। বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকরা মূল্যবান ও গুরুত্বপূর্ণ মতামত দেন।তিনি বলেন, কত টাকা বেতন পান, সেই চিন্তা না করে আপনারা (শিক্ষকরা) কিভাবে এই সমাজে আরো বেশি ভূমিকা রাখতে পারেন, সেটা সবার মাথায় থাকতে হবে। আমরা দেখেছি, অনেকে অনেক টাকা বেতন পায়, কিন্তু তাদের পদমর্যাদা আপনাদের মতো নেই। রিকশাওয়ালারা দিনে ৭০০-৮০০ টাকা রোজগার করে প্রতিমাসে যা উপার্জন করে, তা অনেক শিক্ষক আয় করতে পারেন না। কিন্তু শিক্ষকদের পদমর্যাদা তাদের চেয়ে অনেক ওপরে।আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে জেলার সালথা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস সালথা উপজেলা শাখার ত্রি-বার্ষিকী কাউন্সিল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:আত্মহত্যা করলেন কোরিয়ান গায়ক চোই সুং-বং

সভায় উপস্থিত স্কাউটসের সদস্যদের উদ্দেশ্য জেলা প্রশাসক আরো বলেন, স্কাউটস সব সময় সব ভালো কাজের নেতৃত্ব দিয়ে আসছে। কয়দিন আগে কুমার নদের কচুরিপানা পরিস্কার অভিযান কাদের দিয়ে শুরু করব, সেই চিন্তায় ছিলাম। কিন্তু অভিযানের সময় দেখা গেল সবার আগে স্কাউটস কাজ করছে। তাই আমাদের সমাজ বদলের জন্য যেসব সামাজিক সংগঠনগুলো রয়েছে, তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে।সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, বাংলাদেশ স্কাউটস ফরিদপুরের উপ পরিচালক মো. শামীমুল ইসলাম এল. টি, সম্পাদক মোহাম্মাদ সিদ্দিকুর রহমান, সালথা থানার ওসি মো. শেখ সাদিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মিরাজ আলী প্রমূখ।সভা শেষে বাংলাদেশ স্কাউটস সালথা উপজেলা শাখার নতুন কমিটির ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি পদে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন, কমিশনার পদে শিক্ষক মো. আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক পদে শিক্ষক মো. আব্দুল কাদেরকে নির্বাচিত করা হয়েছে।

আরো পড়ুন:নিখোঁজ সাবমেরিন থেকে আবারও শোনা গেছে শব্দ

শেয়ার করুন

আরো খবর