গত ১৮ মার্চ ইমরান খানের লাহোরের বাসভবনে পরোয়ানা ছাড়াই প্রবেশ করে পুলিশ। ভাঙচুর চালানোর অভিযোগও পাওয়া গেছে। এরপরই অভিযোগপত্র দাখিল করেন ইমরান খান। একইদিন, সাবেক প্রধানমন্ত্রীকে ৭টি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেন ইসলামাবাদ হাইকোর্ট। আগামী ৬ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে এ সিদ্ধান্ত।আদালতে ভার্চুয়ালি হাজিরা দিতে পারবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (২৭ মার্চ) শুনানিতে এই রায় ঘোষণা করে লাহোর হাইকোর্ট। পাশাপাশি, নিরাপত্তার জন্য পিটিআই চেয়ারপার্সনকে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার দ্বারস্থ হওয়ারও নির্দেশ দেন আদালত। খবর রয়টার্সের।
আরও পড়ুন:বিভিন্ন বক্তব্য থেকে মনে হচ্ছে চিঠিটা তারা পেয়েছেন : সিইসি
এ সময় ১৪৪ ধারা ভঙ্গের দায়ে গ্রেফতার করা হয় ৩৮ জন পিটিআই কর্মী-সমর্থক। তাদের বিরুদ্ধে অভিযোগ, আদালত প্রাঙ্গনে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে জড়িয়েছেন তারা।মূলত, গত বছর অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতা থেকে অপসারণের পরই মামলা-হামলায় উত্তাল পাকিস্তান। সেই উত্তেজনা সম্প্রতি বেড়েছে কয়েকগুণ।
আরও পড়ুন:চমকে দিলেন অজয়