রানা হাওলাদার। বয়স ২৬। প্রথম স্ত্রী তাঁকে তালাক দিয়েছেন। মাত্র সাত দিন হয়েছে, তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। গতকাল মঙ্গলবার নববধূকে নিয়ে মিরপুরের বাসা থেকে ঘুরতে বের হন রানা। যান রাজধানীর রামপুরা এলাকায়।
রামপুরা এলাকায় গিয়ে একটি স্থানে নববধূকে বসতে বলেন রানা। তারপর তিনি ইয়াবা বিক্রি করতে গিয়ে ধরা পড়েন হাতিরঝিল থানা পুলিশের কাছে। পুলিশের দাবি, রানা একজন রিকশাচালক। এ পেশার আড়ালে তিনি ৮ বছর ধরে রাজধানীর নানা স্থানে ইয়াবা সাপ্লাই করে বেড়ান।
তেজগাঁও পুলিশের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক আজ বুধবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে রানা হাওলাদারের বাঁ হাতের নিচের অংশ কেটে ফেলা হয়। এরপর প্লাস্টিকের হাত লাগানো হয়। ওই প্লাস্টিকের হাতের ভেতরে রেখে কৌশলে ইয়াবা পাচার করতেন রানা।’
আজিমুল হক বলেন, এটি একটি নতুন কৌশল। আপনারা জানেন এরকম লোক মানুষের কাছে সিমপ্যাথি পায়। রানা সেই সুযোগটিকে কাজে লাগিয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানা পুলিশ পশ্চিম রামপুরার ওমর আলী লেন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। রানার বিরুদ্ধে মামলা করা হয়েছে।