বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:২৫ অপরাহ্ন

এক সাক্ষাৎকারে রণবীর বলেন:ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয়ে হাত-পা কাঁপছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২২

বলিউডে প্রেমিক হিকেবে কম সুনাম নেই রণবীর কাপুরের। এক সময় বলিপাড়ায় কান পাতলেই তার প্রেমের গুঞ্জন শোনা যেতো।সম্প্রতি বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করে সংসারী হয়েছেন রণবীর। তবে, আলিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার আগে পর্যন্ত নিজের প্রেমের জন্য একাধিক বিতর্কের সম্মুখীন হয়েছেন তিনি।সেই রণবীরই নাকি পর্দায় প্রেম করতে গিয়ে লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন!সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়ে খোলসা করলেন অভিনেতা নিজেই।২০১৬ সালে মুক্তি পাওয়া করণ জোহর পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ অভিনয় করেছিলেন রণবীর কাপুর।

আরো পড়ুন:সাকিব আল হাসান এবার লঙ্কান প্রিমিয়ার লিগে খেলবেন

ওই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চনও। ছবির চিত্রনাট্য অনুযায়ী প্রেমিক যুগলের ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর ও ঐশ্বর্যা। বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যেও দেখা গিয়েছিল তাদের দু’জনকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান, ঐশ্বরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় করতে গিয়ে নাকি হাত-পা কাঁপছিল তার।অভিনেতা বলেন, আমি তো লজ্জায় মরে যাচ্ছিলাম, আমার হাত-পা কাঁপছে। কখনও কখনও তো তার গালে স্পর্শ করতে গিয়েও আমি অস্বস্তিতে পড়েছি।’তা হলে শেষ পর্যন্ত কোন ওষুধে সেরেছিল রণবীরের এই অসুখ? রণবীর জানান, তার অস্বস্তি দেখে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন ঐশ্বরিয়া নিজেই।রণবীরকে কিন্তু-কিন্তু করতে দেখলেই ঐশ্বরিয়া বলতেন, হয়েছেটা কী তোমার! আমরা অভিনয় করছি, ঠিক করে নিজের কাজটা করো।

আরো পড়ুন:করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

শেয়ার করুন

আরো খবর