বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:১৬ পূর্বাহ্ন

ছাত্রীকে অপহরণের পর পালালেন শিক্ষক

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১২২
অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ

নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ছাত্রীকে একটি বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে খোঁজ মেলেনি প্রধান শিক্ষকের।

সোমবার সকালে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার সকালে উপজেলার মামুদপুর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়।

ছাত্রীর স্বজনদের বরাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, স্কুলছাত্রী শনিবার মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিতে যায়। ওই সময় পরীক্ষা শেষে বের হলে, তাকে একটি মাইক্রোবাসে করে নিয়ে যান ওই স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ।

আরো পড়ুন: দেশের পথে প্রধানমন্ত্রী

শেয়ার করুন

আরো খবর