উত্তরপ্রদেশের রামপুর জেলার ‘ঐতিহ্যে’র স্মরণে শহরের প্রাণকেন্দ্রে ২০ ফুটের একটি ধাতব রামপুরী ছুরির স্থাপত্য নির্মাণ করা হয়েছে সম্প্রতি। জেলা প্রশাসনের উদ্যোগেই এই কাণ্ড। জানা গিয়েছে, এর জন্য খরচ হয়েছে ৫৩ লাখ রুপি।সত্তর এবং আশির দশকে বহু বলিউডি ছবির অ্যাকশান দৃশ্যে খলনায়কদের হাতে রামপুরী ছুরি দেখা যেত। রামপুরেই জন্ম হয়েছিল এই বিশেষ ধরনের ছুরির। বহু বছর আগে রামপুরের আনাচেকানাচে এই ছুরি তৈরির কারখানা ছিল।যদিও সময়ের জং ধরেছে রামপুরী চাকুর গায়ে। বন্ধ হয়ে গিয়েছে সেই কারখানাগুলি। কালের দাবিতে অন্য ব্যবসা বেছে নিয়েছেন কারিগররা। সব মিলিয়ে রামপুরী ছুরির দিন গেছে। তবে যার নামে রামপুর পরিচিতি পেয়েছিল ভূভারতে, তাকে ভোলেননি স্থানীয় মানুষ। অতএব চমকে দেওয়া উদ্যোগ।
আরও পড়ুন:নোবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
রামপুর শহরে ২০ ফুটের একটি ধাতব রামপুরী ছুরির স্থাপত্য নির্মাণ করা হয়েছে। বিরাট ছুরি তৈরি করা হয়েছে ইস্পাত এবং দস্তা দিয়ে, যাতে করে রোদে-জলে মরচে না ধরে। ছুরিটি গিনেস রেকর্ডের জন্যও পাঠানো হবে বলে জানিয়েছে রামপুর প্রশাসন। স্থানীয় বিধায়ক আকাশ সাক্সেনা জানান, রামপুর ছুরিকে একটা শিল্প হিসাবে জনমানসে বাঁচিয়ে রাখার প্রয়াস নিয়েছে প্রশাসন।
আরও পড়ুন:ইভিএম নিয়ে বিপাকে নির্বাচন কমিশন