বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৪৪ অপরাহ্ন

ওমর সানী নায়ক ফারুকের আসনে ফেরদৌসকে চাইলেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৪

দুনিয়ার মায়া ত্যাগ করে ১৫ মে না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। চিত্রাঙ্গন থেকে সংসদ সদস্য হয়েছিলেন তিনি। ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন চলচ্চিত্রের মিয়া ভাই।সংসদ সদস্য হওয়ার পর খুব বেশি সময় দিতে পারেননি ঢাকা-১৭ আসনে। অসুস্থ হয়ে ২০২১ সালে সিঙ্গাপুরে পাড়ি জমান উন্নত চিকিৎসার জন্য। উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সমস্যায় ভুগেছেন এ অভিনেতা। পরে, হার মেনেছেন নিয়তির কাছে।১৫ মে দুনিয়ার মায়া ত্যাগ করেন নায়ক ফারুক। ১৬ মে তার মরদেহ দেশে আনা হয়।

আরও পড়ুন: ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আমরাই আমাদের ছোট করছি: অপু বিশ্বাস

গুলশান আজাদ মসজিদে চতুর্থ জানাজা শেষে গাজীপুরের কালীগঞ্জে বাবার কবরের পাশে দায়িত করা হয় এ কিংবদন্তিকে।নায়ক ফারুক চলে যাওয়ার পর তার আসনে কে আসছেন? এমন প্রশ্ন বিভিন্ন মহলে। নায়ক ফারুকের আসন (ঢাকা-১৭) থেকে মনোনয়ন প্রত্যাশী ছোটপর্দার অভিনেতা সিদ্দিক। নায়ক জীবিত থাকা অবস্থায় ইচ্ছা পোষণ করেছেন তিনি। এখন বিভিন্ন মহলে দৌঁড়ঝাপ শুরু করেছেন সিদ্দিক- এমন তথ্য জানা গেছে খোঁজ নিয়ে।এদিকে সিদ্দিককে নয়, ঢাকা-১৭ আসন থেকে চিত্রনায়ক ফেরদৌসকে চাইলেন নায়ক ওমর সানী। নিজের ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফেরদৌসের একটি ছবি শেয়ার করেন ওমর সানী। ওই ছবির ক্যাপশনে জানান নিজের ইচ্ছা কথা। ১৭ মে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দেওয়া পোস্টে ওমর সানী লেখেন, ‘ফারুক ভাই চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না, গুলশান বনানী তার যে সংসদ সদস্য পদ খালি হয়েছে সেই জায়গায় আমাদের ছোট ভাই ফেরদৌসকে ভাবাই যায়। মাননীয় প্রধানমন্ত্রী একটু ভেবে দেখবেন, ধন্যবাদ।’ওমর সানীর এ পোস্টে একমত পোষণ করেছেন অনেকে। কমেন্টস বক্সে ‘সহমত’ লিখেছেন অনেকে। আবার দ্বিমত পোষণও করেছেন কেউ কেউ।

শেয়ার করুন

আরো খবর