আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে শুধু ঢাকা মহানগরে (ডিএমপি) রয়েছেন ৪৪৯ জন। প্রাতিষ্ঠানিক কোরেন্টাইনে আছেন ১ হাজার ৫০ জন। আইসোলেশনে রয়েছেন ৩১৫ জন। সুস্থ হয়েছেন ৫৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন মোট পাঁচ জন।
কর্মকর্তারা বলছেন, করোনা সংক্রমণের শুরু থেকেই মাঠ পর্যায়ে নানা ধরনের দায়িত্ব পালন করছেন পুলিশ। রোগীদের হাসপাতালে পৌঁছানো থেকে শুরু করে জনগণের কোয়ারাইন্টিন নিশ্চিত করা, করোনা আক্রান্ত অলিগলিতে টহল ডিউটি, রাস্তায় জীবাণুনাশক ছিটানো, ত্রাণ বিতরণ, ত্রাণ বিতরণে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা, আক্রান্ত রোগীর দাফনেও সক্রিয় ভূমিকা রাখতে হচ্ছে পুলিশকে। সবমিলিয়ে শুরু থেকেই সংক্রমণের ঝুঁকিতে পুলিশ।