ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার ঐতিহ্যবাহী শাহপুর গ্রামের ধনু মার্কেট। যেখানে জনপ্রিয় চায়ের খুজেঁ দিনভর জেলার বিভিন্ন স্থান থেকে চা প্রেমীরা ভীর করে দোকানে।
আরো পড়ুন: ড. ইউনূসের কর ফাঁকির মামলা আপাতত শুনবেন না হাইকোর্ট
কিরণভােই ক্ষ্যাত এই চায়ের দোকান হলেও এই দোকানের সাথে তার পরিবারের দীর্ঘ দিনের সম্পর্ক। এই চায়ের দোকান ওনার বাবা-দাদার আমলের স্মৃতি। কিরণ ভায়ের আমলে এসে এই চায়ের দোকানের জনপ্রিয়তা আকাশচুম্বি। এখানে চা প্রেমিরা চায়ের স্বাদ নিতে পারে ভোর ৫ টা থেকে রাত ১২ টা পর্যন্ত।
এলাকার ছোট বড় সবাই দিনে এক কাপ চা না খেলে যেন ঘুমই আসে না তাদের।
আরো পড়ুন: নোয়াখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু