বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৪৭ অপরাহ্ন

কুষ্টিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৮

কুষ্টিয়ার খোকসায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কের বিলজানি ফুলতলার মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার কুমারখালীর চর জগন্নাথপুর গ্রামের আবু বক্করের ছেলে মুসা শেখ ও ওসমানপুর গ্রামের মো. ইসাহক আলীর ছেলে পারভেজ। তারা উপজেলার শোমসপুর ডিগ্রি ক‌লে‌জের শিক্ষার্থী।জানা যায়, দুপুর দেড়টার দিকে কলেজ শিক্ষার্থী মুসা ও পারভেজ মোটরসাইকেলে করে খোকসা থেকে রাজবাড়ির পাংশার উদ্দেশ্যে রওনা হন। খোকসা বিলজানি বাজারের ফুলতলা মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে গোয়ালন্দগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

আরো পড়ুন:এমএ মান্নান এমপি বলেছেন: আমেরিকা আমাদের শাস্তি দিতে পারে না

এতে দুই কলেজছাত্র মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়। এতে  ঘটনাস্থলেই মুসা ও পারভেজ মারা যায়। খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, দুর্ঘটনার পর লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করা গেলেও চালক এবং হেলপার পালিয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কেউ  মামলা করেনি। তবে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

আরো পড়ুন:ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় :আটক ১

শেয়ার করুন

আরো খবর