কোভিড নাইন্টিন শনাক্তে টেস্ট করার ক্ষমতা বৃদ্ধি করেছে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র পাকিস্তান। দেশটির ন্যাশনাল কমান্ড এন্ড অপারেশন সেন্টার (এনসিওসি) জানিয়েছে, পাকিস্তান এখন প্রতিদিন ১৪ হাজারের বেশি টেস্ট করতে সক্ষম। গত একদিনে টেস্টে নিজেদের পূর্বেকার রেকর্ড ভেঙ্গেছে দেশটি। এ নিয়ে এখন পর্যন্ত পাকিস্তানে কোভিড নাইন্টিনের মোট টেস্ট হয়েছে ৩ লাখ ৬০ হাজার। এ খর দিয়েছে করাচিভিত্তিক ডন। খবরে জানানো হয়, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আসাদ ওমরের সঙ্গে এনসিওসির বৈঠকের সময় এমন তথ্য তুলে ধরা হয়। শনিবার হওয়া ওই বৈঠকে পাকিস্তানের কোভিড নাইন্টিং বিপর্যয় নিয়ে আলোচনা হয়। এতে মন্ত্রী পাকিস্তানের টেস্ট করার সক্ষমতা বৃদ্ধি নিয়ে তৃপ্তি প্রকাশ করেন।
তিনি বলেন, পাকিস্তানে এখন ৭০টির বেশি ল্যাবে কোভিড নাইন্টিনের ভাইরাস শনাক্ত হচ্ছে। দুই মাসের মধ্যে এই ক্ষমতা ৩০ গুন বৃদ্ধি করেছে পাকিস্তান। এনসিওসি জানিয়েছে, পাকিস্তান গত ২৪ ঘন্টায় ১৪ হাজারের বেশি পরীক্ষা করেছে। এটি এখন পর্যন্ত পাকিস্তানের জন্য একদিনে সর্বোচ্চ পরীক্ষা। ওয়ার্ল্ড ইন ডাটা ওয়েবসাইটের দেয়া তথ্যমতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান প্রতি এক হাজার জনে পরীক্ষা করছে ১.৫ জনকে। ভারতও প্রতি হাজারে ১.৫ জনকে করোনা ভাইরাস পরীক্ষা করছে। অপরদিকে বাংলাদেশ করছে ১.২ জনকে।