নৌকার হাটে নানা আকারের নৌকা, কিন্তু নেই কোনো ক্রেতার ভিড়। এবার পানি না বাড়ায় নৌকার চাহিদা বাড়েনি বলে জানিয়েছেন বৈঠাকাটার নৌকার কারিগরেরা।প্রতি শনিবার ও মঙ্গলবার পিরোজপুরের নাজিরপুরের বেলুয়া নদীতে ও নদীর তীরে রাস্তার ওপরে বসে অর্ধশত বছরের ঐতিহ্যবাহী এই নৌকার হাট। সকাল থেকে শুরু করে নৌকা বেচা-কেনা চলে ১১টা পর্যন্ত।এ ছাড়া সেখানে প্রতিদিনই নৌকা বেচা-কেনা হয়। নাজিরপুর ছাড়াও পার্শ্ববর্তী উপজেলার রূপকাঠী, কাউখালী, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া, বাগেরহাট জেলার চিতলমারীসহ বরিশাল জেলার বিভিন্ন উপজেলার মানুষ নৌকা বেচা-কেনা করতে আসেন এই হাটে।গতকাল মঙ্গলবার সরেজমিনে হাটে গিয়ে দেখা যায়, ক্রেতার চেয়ে বিক্রেতাই বেশি। বেচা-কেনা কম হলেও সকাল থেকে দুপুর পর্যন্ত হাটে ছিল ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি।নৌকার কারিগর চান্দুমিয়া বলেন, এ হাটে মূলত ডিঙি নৌকা বেচা-কেনা হয়। আকারভেদে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত একেকটি ডিঙি নৌকা বিক্রি হয়। আমি যে নৌকাটি নিয়ে এসেছি সেটা তৈরি করতে আমার ৫-৬ হাজার টাকা খরচ হয়েছে, বিক্রি করব দশ হাজার টাকায়। সাধারণত মেহগনি, কড়ই, আম, চাম্বল, রেন্ট্রি কড়ই গাছের কাঠ দিয়ে নৌকা তৈরি করা হয়।এখানে বিলাঞ্চল হওয়ায় নৌকা বিক্রি সারা বছর চলে।
আরো পড়ুন:বাইরের শক্তির পরামর্শে নির্বাচন হবে না: সেতুমন্ত্রী
একই এলাকার পাইকারি ক্রেতা আইয়ুব আলী বলেন, আমি এই হাটে আসা কারিগরদের কাছ থেকে পাইকারি নৌকা কিনে একই হাটে খুচরা বিক্রি করি। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আর ভাসমান সবজি চাষে নৌকার ব্যবহার বেশি তাই সারা বছর কমবেশি বিক্রি হয়। তবে আজ (সকাল ৮টা) এখনো কোনো কোনো নৌকা বিক্রি করতে পারি নাই।হাটের আরেক কারিগর অমল ব্যাপারী জানান, কোনো কোনো হাটে নৌকা বিক্রি না করে বাড়ি যেতে হচ্ছে।
এমনিতেই কাঠ থেকে শুরু করে নৌকা তৈরিতে যা যা দরকার সব কিছুর দাম বেড়ে গেছে, তার ওপর নৌকার দাম কম। আমরা খুব কষ্টে আছি। নৌকা কিনতে আসা ছলেমান শেখ বলেন, তুলনামূলকভাবে নৌকার দাম কম। চার থেকে পাঁচ হাজার টাকায় অনেক ভালো নৌকা পাওয়া যায়। একটু কম দামেই কিনলাম।বৈঠাকাটা ভাসমান বাজার কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, ভাসমান এ বাজারে পঞ্চাশ বছর আগে থেকে নৌকা বিক্রি করা হয়। তবে বাজারটি ভাসমান সবজি বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে। বাজারে খাজনার পরিমাণ কম, তাই ক্রেতা-বিক্রেতা বেচাকেনা করে সন্তুষ্ট।নাজিরপুর থেকে বৈঠাকাটা বাজার পর্যন্ত রাস্তা সংস্কার করা হলে ক্রেতা সমাগম বাড়বে। ইতোমধ্যে কয়েকটি ব্রিজ নির্মাণের কাজ চলছে।
আরো পড়ুন:দিনব্যাপি আইডিয়াল কিন্ডার গার্টেন এন্ড স্কুলে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন