মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৪৪ অপরাহ্ন

ক্ষমা চাইলেন কিংবদন্তি গায়ক বব ডিলান

অনলাইন রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৬১

বইয়ে হাতে করা স্বাক্ষরের পরিবর্তে মেশিনে স্বাক্ষর দেওয়ার কারণে ক্ষমা চাইলেন কিংবদন্তি মার্কিন গায়ক বব ডিলান। পাঁচ দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয় ধারার মার্কিন সংগীতের অন্যতম এ তারকা তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছেন।

বিবৃতিতে ডিলান জানান, ২০১৯ সাল থেকে তিনি স্বাক্ষরের ব্যাপারে অটোপেন ব্যবহার করছেন। কারণ তিনি তখন থেকে ভার্টিগো রোগে ভুগছেন। দ্য ফিলোসফি অব মর্ডান সং বইয়ে ডিলানের সইয়ের পার্থক্যের বিষয়টি চোখে আসে।

উল্লেখ্য, বব ডিলান ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

আরও পড়ুনঃঅতিরিক্ত-সহকারী এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি

শেয়ার করুন

আরো খবর