বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন

গাজীপুরে চুরির অভিযোগে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হলো যুবককের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাছ চুরির অভিযোগে জাকির হোসেন নামের এক যুবককে রশি দিয়ে বেঁধে রড দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনে ওই যুবকের হাত-পা ভেঙে গেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। তবে সোমবার রাতে নির্যাতনের শিকার যুবকের স্বজনরা বিষয়টি জানতে পারেন।কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আহত জাকির হোসেন কালিয়াকৈরের নয়াপাড়া এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে। এলাকাবাসী ও আহতের পরিবারের সদস্যরা জানান, কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের নয়াপাড়া এলাকার জহির হোসেনের খামার থেকে গত কয়েকদিন আগে মাছ চুরির ঘটনা ঘটে। জাকির হোসেনকে চুরির ঘটনায় সন্দেহে করেন খামার মালিক জহির হোসেন।

আরো পড়ুন:সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ৮ মামলায় জামিন পেলেন

রোববার রাতে জাকিরকে ধরে মাছের খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে রশি দিয়ে বেঁধে রড দিয়ে কয়েক দফায় পেটানো হয়। এতে জাকির অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে সোমবার তাকে স্থানীয় মৌচাক পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়, সড়ক দুর্ঘটনায় জাকির আহত হয়েছেন। বিষয়টি সোমবার রাত ৯টার দিকে জাকিরের স্বজনরা জানতে পারেন এবং মৌচাক পপুলার হাসপাতালে গিয়ে হাত-পা ভাঙা অবস্থায় দেখতে পান।জাকিরের ছোট ভাই কবির হোসেন বলেন, মাছ চুরির অভিযোগে আমার ভাইকে মারধর করা হয়েছে। তার হাত-পা ভেঙে দেওয়া হয়েছে।অভিযুক্ত জহির হোসেন বলেন, আমার খামারের মাছ চুরি করেছে। তাই বিচার করেছি। চুরি করলে বিচার করব না? পুলিশের উপর ভরসা নেই। পুলিশ টাকা নিয়ে আসামি ছেড়ে দেয়। হাসপাতালের পরিচালক হাবিবুর রহমান বলেন, জাকির সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এমন তথ্য দিয়ে ভর্তি করা হয়। জাকিরের একটি পা এবং একটি হাত ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগও রয়েছে।

আরো পড়ুন:বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটাধাওয়া

শেয়ার করুন

আরো খবর