বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন

গুরুতর অসুস্থ বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল

অনলাইন রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২০

বলিউডের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল গুরুতর অসুস্থ। তিনি কিডনির অসুখে ভুগছেন। অসুস্থতার কারণে শয্যাশায়ী ৮৮ বছরের বর্ষীয়ান এ নির্মাতা পরিচালক। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিও নেই। তাই বাড়িতেই চিকিৎসা চলছে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ পরিচালকের।জানা গেছে, গত কয়েক দিন ধরেই বেশ অসুস্থ ‘মণ্ডি’ খ্যাত পরিচালক। সম্প্রতি শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে তার। গুরুতর অসুস্থাতার জেরে দুটি কিডনিই কাজ করা বন্ধ করে দিয়েছে শ্যাম বেনেগালের।এখন তার ডায়ালিসিস চলছে। আপাতত বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।নির্মাতার বাড়ির কর্মীদের সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতা থাকলেও গত কয়েকদিনে শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে শ্যাম বেনেগালের। বেশ কিছুদিন বাড়ির মধ্যে নিজের অফিসেও যেতে পারেননি তিনি।

আরও পড়ুন:ফিলিস্তিনিদের হত্যার প্রতিশোধ নিতে তেলআবিবে বন্দুক হামলা

আরও পড়ুন:রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৮

শেয়ার করুন

আরো খবর