বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২১

সিলেটের গোয়াইনঘাটে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জিন্দার আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার তিতকুল্লি হাওর গ্রামে এ ঘটনা ঘটে।জিন্দার আলী উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের তিতকুল্লি হাওর গ্রামের জয়দর আলীর ছেলে। পেশায় তিনি পেলোডার গাড়ির চালক ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন জিন্দার আলীর ছেলে ও প্রতিপক্ষ সামছুল ইসলামের ছেলের মধ্যে গরু চরানো নিয়ে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। বিষয়টি জানতে পেরে উভয় পক্ষের অভিভাবকরা ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে শামসুল ইসলামের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে জিন্দার আলী ও তাঁর লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়।

আরো পড়ুন:বিশ্বকাপ বাছাইপর্বের তারিখ ঘোষণা করেছে আইসিসি

এতে জিন্দার আলীসহ তার পক্ষের আরও কয়েকজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জিন্দার আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর ব্যক্তিরা হলেন– জিন্দার আলীর ছোট ভাই শাহীনুর ও তার স্ত্রী রোমানা বেগম, ভাতিজা শাহপরান ও আজিম উদ্দিন। তাঁরা সবাই প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাড়িতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান।গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ও গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জিন্দার আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাঁদের আটক করতে তৎপর রয়েছে।

আরো পড়ুন:বান্দরবানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক শ্রমিক নিহত

শেয়ার করুন

আরো খবর