শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাশেরজঙ্গল বাজারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২২ জুন) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুজন দাশ গুপ্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় দাশেরজঙ্গল বাজারে ব্যবসায়ী মো. সেলিম রাড়ীর দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ধরনের মালামাল পাওয়ায় ভ্রাম্যমান আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত বলেন, দাশের জঙ্গল বাজারে ন্যাশলান ব্যাংকের সামনে মায়ের দোয়া কনফেকশনারীর মালিক মো. সেলিম রাড়ী (৪৮), কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দোকানে মেয়াদ উত্তীর্ণ মালামাল পাওয়ায় সেসব জব্দ করে ধ্বংস করা হয়।
আরো পড়ুন:‘আ.লীগের ইতিহাস আর বাংলাদেশের ইতিহাস একই’