দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ভর্নাপাড়া থেকে মগলিশপুর ৩ মাথা মোড় পর্যন্ত ৪ কিলোমিটার ইটের রাস্তাটি খানাখন্দে বেহাল দশা হয়ে গেছে। পাকা করনের দাবী এলাকা বাসীর। রাস্তাটির বেহাল দশা হয়ে যাওয়ায় রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। যনবাহন ন্ষ্ট হয়ে যাচ্ছে। এ যেন দেখার কেউ নেই। বর্তমানে রাস্তাটির বেহাল দশা হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জন ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। জন সাধরণের দুর্ভোগের সীমা নেই।এদিকে রাস্তাটির বেহাল হওয়ায় প্রতিনিয়ত নানা সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের।
আরো পড়ুন:ইধিকাকে নিয়ে হলে বসে একসঙ্গে ‘প্রিয়তমা’দেখতাম: বুবলী
সরেজমিনে দেখা যায়, উপজেলার সিংড়া ইউনিয়নের ভর্নাপাড়ার করতোয়া নদী রাস্তার ব্রীজ হতে ভর্নাপাড়া উচ্চ বিদ্যালয় রাস্তার মোড় হয়ে মগলিশপুর ৩ মাথা মোড় পর্যন্ত ৪ কিলোমিটার ইটের সলিং এর রাস্তাটির জায়গায় জায়গায় ভেঙ্গে গিয়ে গর্তের সৃস্টি হয়েছে ও ধ্বসে গেছে। অল্প বৃষ্টি হলেই রাস্তায় খানাখন্দে পানি বেঁধে যাচ্ছে। যান চলাচল বন্ধ হয়ে যায়। ভর্নাপাড়া ও মগলিশপুর গ্রামের একাধিক ব্যক্তি এ প্রতিনিধিকে জানান, ভাঙা ও ধ্বসে যাওয়া রাস্তায় মোটরসাইকেল ও বাইসাইকেল নিয়ে চালিয়ে যাওয়াও ঝুঁকিপ‚র্ণ হয়ে পড়েছে। বিশেষ করে রাস্তাটির এজামের বাড়ির সামনে হাই স্কুল পর্যন্ত এবং মগলিশপুর সারার দীঘি,কমরিমের বাড়ীর পুর্ব পার্শ্বে ভেঙ্গে যাওয়ায় এতে করে মাঝেমধ্যেই পথচারীরা দুর্ঘটনার স্বীকার হচ্ছে। ভর্নাপাড়া ও মগলিশপুর গ্রামের বাসিন্দাসহ পার্শ্ববর্তী গ্রামের মানুষ ও আশপাশের গ্রামের জনসাধারণের চলাচলে এই রাস্তাটিই ভরসা।
আরো পড়ুন:আমানকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল