বলিউড অভিনেতা অজয় দেবগানের পরবর্তী সিনেমা ‘ভোলা’। ৩০শে মার্চ সিনেমার মুক্তি উপলক্ষে কপিল শর্মা শোয়ে হাজির হয়েছিলেন অজয়। সেখানে গিয়ে ‘আরআরআর’ নিয়ে মন্তব্য করে চমকে দিলেন তিনি। অজয় বলেন, আমার জন্য ‘আরআরআর’ অস্কার জিতেছে।
আরও পড়ুন:ইউক্রেনের ড্রোন ভূপাতিত করার দাবি মস্কোর
আমি যদি ওই গানে নাচতাম তাহলে কি সিনেমাটি অস্কার পেত! এ কথা শেষ হতেই হাসিতে ফেটে পড়েন উপস্থিত সবাই।