বিশ্বজুড়ে জনপ্রিয় হলিউডের সিনেমা। পৃথিবীর প্রায় সব ভাষাভাষীর মানুষই এ সিনেমা উপভোগ করেন। সিনেমাপ্রেমীরা অপেক্ষায় থাকেন কবে, কখন আসবে হলিউডের সিনেমা। কারণ বিশাল বাজেট, সিনেমায় প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার সেই সঙ্গে বাণিজ্যক সফলতার কারণে সবাই এই সিনেমার জন্য মুখিয়ে থাকেন।
আরও পড়ুনঃরাজধানীতে মাদক বিক্রি-সেবনের অভিযোগে গ্রেফতার ৪৪
তবে মহামারির কারণে বিগত কয়েক বছর সিনেমা মুক্তিতে ভাটা পড়েছিল। এবছর আবার যুক্ত হয়েছে বৈশ্বিক যুদ্ধ। এসব কারণে হলিউড সিনেমাগুলোতে একটু নেতিবাচক প্রভাব পড়েছে। কিন্তু এই অচল অবস্থা কাটিয়ে চলতি বছর আলোচনায় এসেছে হলিউডের বেশ কিছু সিনেমা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিনেমাগুলে ব্যাপক আলোচনাও হয়েছে।
চলতি বছর হলিউডের যে সিনেমাগুলো ভার্চুয়াল জগতে সবচেয়ে আলোচনায় ছিল সেগুলোর একটি তালিকা প্রকাশ করেছে গুগল। এসব সিনেমার মধ্যে শীর্ষে থাকা সিনেমাগুলো হচ্ছে ‘ব্ল্যাক অ্যাডাম’, ‘টপ গান: ম্যাভেরিক’, ‘থর: দ্য লাভ অ্যান্ড থান্ডার’, ‘এনকানটো’, ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ও ‘দ্য ব্যাটম্যান’।
এ বছর প্রথমবারের মতো ‘ডিসি কমিকস’-এর সিনেমায় ‘দ্য রক’খ্যাত রেসলার ডোয়াইন জনসন অভিনয় করেছেন। একের পর এক রেকর্ড ভাঙছে তার অভিনীত ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমাটি । ন্যায়বিচার আর প্রতিশোধের রোমাঞ্চকর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি দর্শকরা লুফে নিয়েছেন।
২০২২ সালের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম ছিল ‘দ্য ব্যাটম্যান’। এ সিনেমা দিয়েই প্রথমবারের মতো ‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। সিনেমাটি নিয়ে এখনো দর্শকদের আগ্রহ দেখা যায়। এছাড়া গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া অ্যনিমেটেড সিনেমা ‘এনকানটো’ চলতি বছরের শুরুর দিকেও সিনেমাপ্রেমীদের মাতিয়েছে।
‘আনচার্টেড’ সিনেমাটিও চলতি বছর তুমুল আলোচনা হয়েছে। টম হল্যান্ড অভিনীত এ সিনেমাটি মহামারির পর বছরের শুরুতে মুক্তির পায়। ১২০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ সিনেমাটি আয় করেছে ৪০০ মিলিয়ন ডলার। এ ছাড়াও হলিউডের আরেকটি সিনেমা হচ্ছে ‘মরবিয়াস’। এইটি বেশ প্রশংসিত হয়েছে।
তবে জেমস ক্যামেরন বছর শেষে হলিউডে আলোড়ন তোলেন। তিনি ১৩ বছর পর ‘অ্যাভাটার’র সিক্যুয়াল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ নিয়ে আসেন তার ভক্তদের জন্য। গত ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া এ সিনেমাটি নিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সব মিলিয়ে চলতি বছর হলিউড দুনিয়া বেশ ভালোই কেটেছে বলা যায়।