বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্ন

চলতি বছরের হলিউড কাঁপানো সিনেমা

অনলাইন রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৭৫

বিশ্বজুড়ে জনপ্রিয় হলিউডের সিনেমা। পৃথিবীর প্রায় সব ভাষাভাষীর মানুষই এ সিনেমা উপভোগ করেন। সিনেমাপ্রেমীরা অপেক্ষায় থাকেন কবে, কখন আসবে হলিউডের সিনেমা। কারণ বিশাল বাজেট, সিনেমায় প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার সেই সঙ্গে বাণিজ্যক সফলতার কারণে সবাই এই সিনেমার জন্য মুখিয়ে থাকেন।

 

আরও পড়ুনঃরাজধানীতে মাদক বিক্রি-সেবনের অভিযোগে গ্রেফতার ৪৪

তবে মহামারির কারণে বিগত কয়েক বছর সিনেমা মুক্তিতে ভাটা পড়েছিল। এবছর আবার যুক্ত হয়েছে বৈশ্বিক যুদ্ধ। এসব কারণে হলিউড সিনেমাগুলোতে একটু নেতিবাচক প্রভাব পড়েছে। কিন্তু এই অচল অবস্থা কাটিয়ে চলতি বছর আলোচনায় এসেছে হলিউডের বেশ কিছু সিনেমা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিনেমাগুলে ব্যাপক আলোচনাও হয়েছে।

চলতি বছর হলিউডের যে সিনেমাগুলো ভার্চুয়াল জগতে সবচেয়ে আলোচনায় ছিল সেগুলোর একটি তালিকা প্রকাশ করেছে গুগল। এসব সিনেমার মধ্যে শীর্ষে থাকা সিনেমাগুলো হচ্ছে ‘ব্ল্যাক অ্যাডাম’, ‘টপ গান: ম্যাভেরিক’, ‘থর: দ্য লাভ অ্যান্ড থান্ডার’, ‘এনকানটো’, ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ও ‘দ্য ব্যাটম্যান’।

jagonews24

২০২২ সালে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স নিয়ে আসে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ এবং নাটালি পোর্টম্যান অভিনীত এ সিনেমাটি ৮ জুলাই মুক্তি পায় । সিনেমাটি সারাবছর দর্শক ভক্তদের মাঝে তুমুল আলোচনায় ছিল। জানা গেছে, এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা ক্রিস কিছুদিন আগেই বিরতি নিয়েছেন অভিনয় থেকে। বিরতি নিলেও তার সিনেমা নিয়ে দর্শকের আগ্রহের কোনো কমতি ছিল না এ বছর।

এ বছর প্রথমবারের মতো ‘ডিসি কমিকস’-এর সিনেমায় ‘দ্য রক’খ্যাত রেসলার ডোয়াইন জনসন অভিনয় করেছেন। একের পর এক রেকর্ড ভাঙছে তার অভিনীত ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমাটি । ন্যায়বিচার আর প্রতিশোধের রোমাঞ্চকর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি দর্শকরা লুফে নিয়েছেন।

jagonews24

অন্যদিকে তিন যুগ আগে ‘টপ গান’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে সুপারস্টার খেতাব পান টম ক্রুজ। সে সিনেমার দ্বিতীয় সিক্যুয়াল নিয়ে ৩৬ বছর পর চলতি বছর দর্শকদের সামনে আসেন এ মেগাস্টার। ‘টপ গান: ম্যাভেরিক’ নামে এ সিক্যুয়াল সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ আয় করে। এ সিনেমা দিয়ে সর্বশেষ কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন টম ক্রুজ। সিনেমাটি বিশ্বজুড়ে আলোচনায় ছিল।

২০২২ সালের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম ছিল ‘দ্য ব্যাটম্যান’। এ সিনেমা দিয়েই প্রথমবারের মতো ‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। সিনেমাটি নিয়ে এখনো দর্শকদের আগ্রহ দেখা যায়। এছাড়া গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া অ্যনিমেটেড সিনেমা ‘এনকানটো’ চলতি বছরের শুরুর দিকেও সিনেমাপ্রেমীদের মাতিয়েছে।

jagonews24

‘আনচার্টেড’ সিনেমাটিও চলতি বছর তুমুল আলোচনা হয়েছে। টম হল্যান্ড অভিনীত এ সিনেমাটি মহামারির পর বছরের শুরুতে মুক্তির পায়। ১২০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ সিনেমাটি আয় করেছে ৪০০ মিলিয়ন ডলার। এ ছাড়াও হলিউডের আরেকটি সিনেমা হচ্ছে ‘মরবিয়াস’। এইটি বেশ প্রশংসিত হয়েছে।

jagonews24

‘মিনিয়নস: দ্য রাইজ অব গ্রু’সিনেমাটি চলতি বছরের জুলাই মাসে মুক্তি পায় । মুক্তির পরপরই সিনেমাটি দারুণ ব্যবসা করেছে বক্সঅফিসে। চলতি বছর হলিউড দুনিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল বেনেডিক্ট কাম্বারব্যাচ অভিনীত ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ সিনেমাটি। ট্রেলারে স্যাম রেইমি দর্শকের দারুণ সিনেমা উপহার দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

তবে জেমস ক্যামেরন বছর শেষে হলিউডে আলোড়ন তোলেন। তিনি ১৩ বছর পর ‘অ্যাভাটার’র সিক্যুয়াল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ নিয়ে আসেন তার ভক্তদের জন্য। গত ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া এ সিনেমাটি নিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সব মিলিয়ে চলতি বছর হলিউড দুনিয়া বেশ ভালোই কেটেছে বলা যায়।

 

আরও পড়ুনঃপাকিস্তানে জঙ্গি-সেনা সংঘর্ষ ক্রমেই বাড়ছে

শেয়ার করুন

আরো খবর