বুধবার, ৩১ মে ২০২৩, ১০:১৭ অপরাহ্ন

ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা এক যুবককে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩৬

সুনামগঞ্জের জামালগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অনুজ সরকার (২২) নামের এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার রাতে শিশুর পিতা বাদী হয়ে অনুজ সরকারকে আসামি করে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার শিশুর বাবা ও মা মাঠে কাজে যান। বাড়িতে ওই শিশু একাই ছিল।

রো পড়ুন:নওয়াজ উদ্দিন স্ত্রী-সন্তানদের নিয়ে দুবাই যাচ্ছেন

এ সময় উপজেলার ফেনারবাঁক ইউনিয়নে নিধিপুর গ্রামের অজিত সরকারের ছেলে অনুজ শিশুটির হাতে মোবাইল দিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুর চিৎকারে লোকজন চলে আসলে অনুজ দৌড়ে পালিয়ে যায়।এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের যুগান্তর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি অনুজ সরকারকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রো পড়ুন:প্রথম দিনে বাংলাদেশে ‘পাঠান’ ছবির টিকিট কত টাকার বিক্রি হলো

শেয়ার করুন

আরো খবর