মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:২৪ অপরাহ্ন

ছাত্রলীগ নেতাদের মারধরের বিষয়ে তদন্ত চলছে : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০

ছাত্রলীগ নেতাদের ওপর নির্যাতনের ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আহত ছাত্রলীগ নেতা নাঈমকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।এ সময় ডিএমপি কমিশনার বলেন, এ ঘটনার তদন্ত চলছে, তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত কারা দোষী তা বলা যাচ্ছে না। রিপোর্ট পেলে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আপাতত ছাত্রদের ওপর নির্যাতন করা হয়েছে এটি সামনে এসেছে। এডিসি হারুনকেও মারধর করা হয়েছে এ বিষয়টি এখন আমাদের তদন্তে আসেনি। তদন্তে এ বিষয়টি সামনে আসলে পরে বিস্তারিত জানানো যাবে।

আরো পড়ুন:নয়নতারা যে কারণে শাহরুখের সঙ্গে অভিনয় করতে চাননি

এদিকে আজই ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় মারধর করার ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া এডিসি হারুনের ওপর আগেই হামলা চালিয়েছিলেন রাষ্ট্রপতির এপিএস মামুন-এমন তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
হারুন অর রশিদ বলেন, থানায় নিয়ে ছাত্রলীগের নেতাদের নির্যাতনের যে ঘটনাটি ঘটেছে তার সূত্রপাত হয় বারডেম হাসপাতালে। সেখানে রাষ্ট্রপতির এপিএস মামুন আগেই বরখাস্ত এডিসি হারুনের ওপর হামলা চালিয়েছিলেন। এই বিষয়টিও তদন্তে আসা উচিৎ।শনিবার রাজধানীর শাহবাগ থানায় পুলিশের মারধরে আহত হন নাঈম। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখার সভাপতি। এ সময় ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনীমও গুরুতর আহত হন।

আরো পড়ুন:দুর্গাপুরে মনিটরিং কমিটির ভূমিকা ও দায়িত্ব পালনে করনীয় বিষয়ক আলোচনা সভা

 

শেয়ার করুন

আরো খবর