বুধবার, ৩১ মে ২০২৩, ১০:২৮ অপরাহ্ন

জামালপুরে প্রেমিক ও পরিবারের অপমান সইতে না পেরে প্রেমিকার কাণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০২৩
  • ২০

জামালপুর সদরে প্রেমিকের বাড়ির সামনে থেকে প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ মে) বেলা ১২টার দিকে উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।মৃত প্রেমিকার নাম সাবিনা ইয়াসমিন (২৮)। তিনি উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাইটাকামারী এলাকার মৃত আব্দুল বাছেদের মেয়ে। আর প্রেমিকের নাম আলামিন (৩৫)। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। ডোয়াইলপাড়া এলাকার সোকান্দার আলীর ছেলে আলামিন।জানা গেছে, সাবিনা স্বামী পরিত্যক্তা ছিলেন। তার সঙ্গে আলামিনের দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

আরো পড়ুন:গলদা চিংড়ির রেণুপোনা পাচার ২৫ লাখ , গ্রেপ্তার ২

শনিবার (২০ মে) বিকেলে সাবিনা প্রেমিক আলামিনের বাড়িতে গেলে আলামিনসহ তার পরিবারের সদস্যরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরদিন রোববার (২১ মে) সকালে আলামিনের বাড়ির সামনে জাম গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে সাবিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠায়। জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, সাবিনা নামে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রেমিক আলামিনের বাবা সোকান্দার আলীকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আরো পড়ুন:আত্মহত্যা করল তুষার তার মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে

শেয়ার করুন

আরো খবর