বুধবার, ৩১ মে ২০২৩, ১০:১২ অপরাহ্ন

টেকনাফের নাফনদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন: জরিমানা দুই লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৪

কক্সবাজারের টেকনাফের নাফনদী সংলগ্ন হোয়াইক্যং ঘিলাতলি নামক স্থানে খাল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৩ মে) বেলা আড়াইটার দিকে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী এই অর্থদণ্ড দেন।টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা নাফনদীর একটি খাল থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করে আসছিলেন।

আরো পড়ুন:গাজীপুরে চুরির অভিযোগে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হলো যুবককের

যারা বালু উত্তোলন কাজে জড়িত তাদেরকে সতর্ক করার পরেও তারা নিজেদের স্বার্থে বালু উত্তোলন অব্যাহত রাখেন। পরবর্তীতে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনকারী বালু ব্যবসায়ীদের জরিমানা করা হয়।তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকারীসহ পাহাড় ও মাটি কাটার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন:পাকিস্তানের তেলগ্যাস ক্ষেত্রে জঙ্গি হামলায় চার পুলিশসহ ছয়জন নিহত

শেয়ার করুন

আরো খবর