রাজধানীর মিরপুরের শাহ আলীর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে গতকাল শনিবার আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বিভিন্ন দলে ভাগ হয়ে তাঁরা বিভিন্ন জেলায় ডাকাতি করতেন বলে ডিবি জানিয়েছে।
আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার হারুন-অর-রশিদ বলেন, শাহ আলীর বেড়িবাঁধ এলাকায় তাঁরা চালবাহী ট্রাকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা মালবাহী ট্রাকের ধান, চাল, গরু, মাছের খাবার ইত্যাদি ডাকাতি করতেন।
রেপ্তার ব্যক্তিরা হলেন মকবুল হোসেন ওরফে মঙ্গল হোসেন বাবু (২৪), মো. আসলামুল হক আসলাম (৩৫), মো. রফিকুল ইসলাম (৩৫) ও মো. হাসান হাওলাদার (৩৭)।
আরো পড়ুন : ‘পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা আছে’