তৃতীয় দিনের খেলা শেষে ডমিঙ্গে বলেন, ‘সাকিব সবসময় দৃঢ় সংকল্প নিয়ে ব্যাট করে। আমরা চাই না সে স্লগ করুক। আমরা চাই, সে ভালো ক্রিকেট শট খেলুক। আমার মনে হয়েছে, প্রতিপক্ষের বোলারদের কিছুটা চাপ ফিরিয়ে দিতে চেয়েছিল সাকিব। তবে সে জানে যে শুরুর ওই চাপটা কাটিয়ে উঠে গেলে সাবলীলভাবে ব্যাট করতে পারবে। ‘
ডমিঙ্গো আরো বলেন, ‘সে (সাকিব) সেঞ্চুরি করার মতো যথেষ্ট ভালো ব্যাটার, তাকে সেঞ্চুরি করতে হবে। এই মুহূর্তে সে সাত নম্বরে ব্যাট করছে। তবে সবসময় সে ছয়ে ব্যাট করে। শীর্ষ ছয় ব্যাটারদের সেঞ্চুরি করতে হবে। তাই তাকে আক্রমণ ও রক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। ’
অন্য ব্যাটারদের সম্পর্কে প্রধান কোচ বলেন, ‘এই মুহূর্তে ব্যাটাররা সবাই আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছে। মুমিনুল, শান্তদের মতো বড় খেলোয়াড়রা আত্মবিশ্বাসের ঘাটতিতে আছে। ক্রিকেটে আত্মবিশ্বাস অনেক বড় ব্যাপার এবং এই মুহূর্তে তাদের ব্যাটিংয়ে কোনো আত্মবিশ্বাস নেই। ’
আরো পড়ুন : দেশের ৬৪ উপজেলা প্লাবিত: ত্রাণ প্রতিমন্ত্রী