ইসলামের জন্য সিনেমা ছাড়লেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পুষ্পিতা পপি। পাঙ্কু জামাই চলচ্চিত্রে শাকিব খানের প্রথম প্রেমিকা চরিত্রে অভিনয় করেছিলেন পুষ্পিতা পপি। তবে ‘আগে যদি জানতাম তুই হবি পর’ ছবিতে অভিনয়ের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে নায়িকার। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এটি মুক্তি পায় ২০১৪ সালে।ইসলামের জন্য সিনেমা ছাড়লেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পুষ্পিতা পপি। পাঙ্কু জামাই চলচ্চিত্রে শাকিব খানের প্রথম প্রেমিকা চরিত্রে অভিনয় করেছিলেন পুষ্পিতা পপি। তবে ‘আগে যদি জানতাম তুই হবি পর’ ছবিতে অভিনয়ের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে নায়িকার।ত্রিভুজ প্রেমের গল্পের এ ছবিতে পুষ্পিতার সহশিল্পী হিসেবে ছিলেন অভি, আরিয়ান শাহ।এখন আর সিনেমায় অভিনয় করছেন না পুষ্পিতা পপি। শুধু তাই নয়, চলচ্চিত্রে ছেড়ে নিজেকে আড়াল করেছেন, হয়েছেন দেশান্তরী। স্বামীর সঙ্গে পাড়ি জমিয়েছেন ফ্রান্সে।জীবনযাপন বদলে ফেলেছেন এমনকী সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকেও নিজের ছবি সরিয়ে ফেলেছেন।বুধবার কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে এই অভিনেত্রী জানালেন তিনি ইসলামের পথে সঠিকভাবে চলার জন্য চলার জন্য সিনেমা ছেড়ে দিয়েছেন। বাকি জীবনটা ইসলামী আদর্শে কাটাবেন। পুষ্পিতা পপি ফ্রান্স থেকেই কালের কণ্ঠ্যকে বললেন, ‘আমি এখন কিছুই করছি না।
আরো পড়ুন:কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল আজ বিয়ে করলেন
সিনেমা ছেড়ে দিয়েছি। আর কখনোই আমাকে পর্দায় দেখা যাবে না। এখানে স্বামী সংসার নিয়ে আছি। ভবিষ্যতে আল্লাহপাক যা করবেন, যেভাবে চালাবেন সেভাবেই চলবো।’ভক্তদের নিকট দোয়া চেয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি সকলের নিউকট দোয়া চাই।আমার জন্য দোয়া করবেন, আমি যে পথে চলছি সে পথে যেন ঠিকঠাক চলতে পারি।’পুষ্পিতা পপি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি এখন পর্যন্ত ১১ টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এবং সম্পূর্ণ করেছেন ৮ টি সিনেমা। আর মুক্তি পেয়েছে ৭ টি সিনেমা। ২০১৮ সাল থেকেই সিনেমা থেকে দূরে সরে যাচ্ছিলেন অভিনেত্রী। কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছিলেন না। এখন ২০১৯ সালের মে মাসে চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দেন এই অভিনেত্রী। সে সময় বলেছিলেন, ‘আমি ধার্মিক পরিবারের মেয়ে। শখ বা নেশার ঘোরে বলা যায় অভিনয়ে পা রেখেছিলাম। অভিনয়ে পা রাখার পরও আমি কিন্তু নিয়মিত নামাজ পড়তাম, জিকির-আসকার করতাম। সিনেমার অনেকেই তা জানেন। অভিনয়ে থাকাকালীন বারবার মনে হয়েছিল, ক্ষণিকের আনন্দের জন্য আমি সব হারাচ্ছি। একটা সময় আমার মধ্যে সে বোধটা চলে আসে। এর পরই আমি সিনেমার জীবন ছাড়ার সিদ্ধান্ত নিই। ’পুষ্পিতা পপি ‘কখনও ভুলে যেও না’, ‘আগে যদি জানতাম তুই হবি পর’ ‘ঠোকর’, ‘প্রেম হতেই পারে’ ও ‘ফাগুনের আগুন’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। পুষ্পিতা পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধূসর কুয়াশা’।
আরো পড়ুন:কবির বিন আনোয়ার বলেন,‘আজকের ডিজিটাল বাংলাদেশ আর স্বপ্ন নয়, এটা বাস্তবতা’