বুধবার, ৩১ মে ২০২৩, ১০:২৮ অপরাহ্ন

ঢাকায় খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা, থাকছেন ফিরোজাতেই

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৬১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ শর্মিলা রহমান ঢাকায় এসেছেন। মঙ্গলবার দিনগত মধ্যরাতে তিনি খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন এবং সকালে বের হয়ে যান। পরে বুধবার দুপুরে তিনি আবারও ফিরোজায় ফিরেছেন।বিএনপির দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শর্মিলা রহমান পুরো রমজান মাস ঢাকাতেই থাকবেন বলেও জানিয়েছেন তারা।তবে বিএনপির মিডিয়া সেল এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে বলেন, এ বিষয়টি আমার জানা নেই বিএনপির সূত্রমতে, শর্মিলা রহমান জিয়া পরিবারের সদস্য। রাজনীতিতেও তিনি প্রভাব রাখেন। বিশেষ করে দলীয় পদ এবং নির্বাচনে মনোনয়নের ব্যাপারে তিনি বিশেষ ভূমিকা রাখেন। এবার তিনি কী কাজে এসেছেন তা অবশ্য জানা যায়নি

 

আরও পড়ুন:রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের দূতকে জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান

এর আগে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার জন্য ২০২১ সালের ২৫ অক্টোবর ঢাকায় আসেন শর্মিলা রহমান। কিছুদিন পর কোকোর বড় মেয়ে জাহিয়া রহমানও ঢাকায় আসেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত বছরের ১৬ জানুয়ারি দেশ ত্যাগ করেন শর্মিলা।

আরও পড়ুন:বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

আরো খবর