বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৪:১৩ অপরাহ্ন

ঢাকায় মাদক বিক্রি-সেবনের অভিযোগে গ্রেফতার ৩৮

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৩২

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।এ সময় গ্রেফতারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে পুলিশ। এসব ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় ৩১টি মামলা হয়েছেশনিবার (৪ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ৬২ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, ৬ হাজার ৭০১ পিস ইয়াবা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, ৫ বোতল ফেনসিডিল ও ৪৯ কেজি ২১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আরও পড়ুন:নতুন নীতিতে ট্রেনের টিকিট বিক্রি শুরু

শেয়ার করুন

আরো খবর