নারাণয়গঞ্জে অভিযান চালিয়ে ৩৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তৃতীয় লিঙ্গের আট মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর রাফি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব গ্রেপ্তারকৃতরা হলেন, রফিক ওরফে ললিতা (৪০), রবি আলম ওরফে বিউটি (৪০), একরাম ওরফে পরীমনি (২২), রবি আলম ওরফে প্রিয়া (২৪), মো. আল-আমিন ওরফে নিশি (৩৫), রায়হান ওরফে আঁখি (২০), সাবের ওরফে বিজলী (২২) এবং ফারুক ওরফে রিয়ামনি (২৫)। গ্রেপ্তারকৃত সকলেই কক্সবাজার জেলার বাসিন্দা।