সেরা মৌলিক গানের অস্কার জিতে নিয়ে আরেক ইতিহাস গড়ল ভারতীয় নির্মাতা এসএস রাজামৌলির ‘আরআরআর’- সিনেমার ‘নাটু নাটু’ গানটি।গত জানুয়ারিতে ‘নাটু নাটু’ গানটি সিনেমায় সেরা মৌলিক গানের গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নিলে দুনিয়াজুড়ে শোরগোল পড়ে যায়। এবারের অস্কার মঞ্চে গানটি পরিবেশনও করা হয়।তেলেগু ভাষায় গানটি লিখেছেন কালা ভৈরব ও রাহুল সিপলিগঞ্জ। প্রবীণ সংগীত পরিচালক এমএম কিরাভানির সুরে কণ্ঠ দিয়েছেন রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব।এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল অ্যাপ্লজ (ডায়েন ওয়ারেন), হোল্ড মাই হ্যান্ড (লেডি গাগা ও ব্লাড পপ), লিফট মি আপ (রিয়ানা, টেমস, রায়ান কুগলার, লুদবিগ ইওরানসন), দিস ইজ আ লাইফ (রায়ান লট, ডেভিড বায়ার্ন ও মিৎসকি) এর মত চারটি জনপ্রিয় গান। তবে নাটু নাটুর রাতে বাধা হতে পারেনি কেউ।
আরও পড়ুন:রাজধানীর মিরপুরে জামায়াত সদস্য সন্দেহে আটক ৬০
সিনেমা জগতের সবচেয়ে অভিজাত পুরষ্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।
আরও পড়ুন:রাবিতে অগ্নিকাণ্ড-হামলার সঙ্গে বিশেষ গোষ্ঠী জড়িত: ভিসি