বুধবার, ৩১ মে ২০২৩, ১০:০৫ অপরাহ্ন

দর্শক-শ্রোতার সামনে হাজির হয়েছেন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী এম জেড মিন্টু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৭

ছিলেন স্পোর্টস সাংবাদিক। ক্যারিয়ার পরিবর্তন করে হলেন ব্যাংকার। কিন্তু গান যেন তার রক্তে মিশে আছে। দেরিতে হলেও গান নিয়ে দর্শক-শ্রোতার
সামনে হাজির হয়েছেন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী এম জেড মিন্টু। গত বছর ‘তোরা গ্রামে চলে আয়’ দিয়ে শুরু। এই ঈদে মিন্টুর দু’টি গান প্রকাশ হয়। একটি নিজের কণ্ঠে, অন্যটি গেয়েছেন রাজু মণ্ডল। নিজের কণ্ঠে গেয়েছেন দেয়ালে দেয়ালে পোস্টারিং/রাজপথে মিছিল মিটিং /অনশন করবো শহীদ মিনারে/ ভালোবাসবে না যতদিন/ আমার এক দফা এক দাবি/ তোমাকেই চাই-এরকম কথার গান।

আরও পড়ুন:বাড়তে পারে চলতি বছর ডেঙ্গুরোগীর সংখ্যা: স্বাস্থ্য অধিদপ্তর

অন্যদিকে সম্প্রতি প্রকাশ হলো তার ‘ভবঘুরে কবি’ শিরোনামের গান। এম জেড মিন্টুর কবিতা ও গান লেখার চেষ্টা স্কুল জীবন থেকে। দীর্ঘ বিরতির পর নিজের কণ্ঠে ‘তোরা গ্রামে চলে আয়’ গান গেয়ে পুরোদস্তুর শিল্পী হয়ে সামনে আসেন। ‘পদ্মা সেতু দিয়ে যাবো ঢাকা’, ‘আমার প্রিয়া হারালো কোথায়’ গানে নিজের অবস্থান ভালোই জানান দেন।এরপর ফুটবল বিশ্বকাপ নিয়ে গান করেও প্রশংসিত হন। নতুন গান প্রসঙ্গে এ শিল্পী বলেন, এখন নিয়মিত গান করছি। সম্প্রতি রাজু মণ্ডলকে নিয়ে নতুন গানের কাজ করছি। নিজের কণ্ঠের গানও তৈরি হচ্ছে। গানটি খুব শিগগিরই শ্রোতারা শুনতে পাবেন।

আরও পড়ুন:করণ জোহরের শোতে অজয়কে‘জুতাপেটা’ করতে চেয়েছিলেন কাজল

শেয়ার করুন

আরো খবর