মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:২৯ অপরাহ্ন

দিনাজপুরে জোড়া খুনের একদিন পর ৩৮ বাড়িতে অগ্নিসংযোগ

অনলাইন রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩১
দিনাজপুরের ঘোড়াঘাটে জোড়া খুনের একদিন পর ৩৮ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে গ্রাম পুলিশ সুশিল চন্দ্র, হাবিবুর রহমান, আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

আরো পড়ুন:১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার যোহরের নামাজের পর জমি নিয়ে বিরোধের জেরে নিহত মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন মন্ডলের (২৩) দাফন শেষ হয়। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী প্রতিপক্ষের বাড়িসহ আশপাশের ৩৮ টি বাড়িতে অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।এর আগে বুধবার দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই যুবক হত্যাকাণ্ডে নিহতের বাবা পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে প্রধান আসামিসহ চারজনকে আটক করা হয়েছে।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ‘এক টুকরো জমির জন্য দুটি প্রাণ গেলো। এটি একটি জঘন্য কাজ করেছে তারা। অন্যদিকে যারা এ ঘটনার সঙ্গে জড়িত নয় তাদের বাড়িতেও অগ্নিসংযোগ ঠিক হয়নি। প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি বিভিন্ন সহায়তা প্রদান করা হবে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘অগ্নিসংযোগের ঘটনায় ১২০০ জনকে আসামি করে তিন গ্রাম পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এরই মধ্যে দুই যুবককে হত্যার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আরো পড়ুন:দূষিত শহরের তালিকায় শীর্ষ স্থানে ঢাকা

শেয়ার করুন

আরো খবর