আরো পড়ুন:১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার যোহরের নামাজের পর জমি নিয়ে বিরোধের জেরে নিহত মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন মন্ডলের (২৩) দাফন শেষ হয়। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী প্রতিপক্ষের বাড়িসহ আশপাশের ৩৮ টি বাড়িতে অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।এর আগে বুধবার দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই যুবক হত্যাকাণ্ডে নিহতের বাবা পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে প্রধান আসামিসহ চারজনকে আটক করা হয়েছে।