মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৩৫ অপরাহ্ন

দুবাইয়ে সেই স্বর্ণ ব্যবসায়ী আরাভের বাসায় সাকিব

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৭

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে যান দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এছাড়া সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যান চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমসহ আরও অনেক তারকাতবে স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ায় ক্রিকেটার সাকিবের নাম সবচেয়ে আলোচনায়। সাকিব আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ায় বেশ সরব দেশের গণমাধ্যম। শুধু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ায় না, আরাভ খানের বাসাতেও গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।আর এতে বেশ খুশি আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান। নিজের ফেসবুক পেজে সাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে আরাভ খান লিখেন, ‘এত নিউজ এর পরেও সাকিব আল হাসান আপনি আমার বাসায় এসেছেন আপনি আসলেই খুব মহান আল্লাহ তাআলা আপনাকে ভাল রাখুক সেই দোয়া করি।’

জানা গেছে, ২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে খুন হন পরিদর্শক মামুন। তাকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর আরাভ খান ওরফে রবিউল ইসলাম ভারতে পালিয়ে যান। এই মামলায় ২০১৯ সালের ১১ এপ্রিল গোয়েন্দা পুলিশ রবিউলসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। পুলিশ হত্যার মামলায় রবিউলের ভাড়া করা এক ব্যক্তি আত্মসমর্পণ করে ৯ মাস জেল খেটে বের হন!

২০২০ সালে রবিউল ভারতীয় পাসপোর্ট পান। যাতে তার নাম বদলে লেখা হয় ‘আরাভ খান’। সেখান থেকে চলে যান দুবাই। ২০২১ সালের ৩১ অক্টোবর আরব আমিরাত সরকার তাকে রেসিডেন্ট পারমিট দেয়। রবিউল এখন সেখানেই আছেন, জুয়েলারি ব্যবসা করছেন। বুধবার (১৫ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ‘আরাভ জুয়েলার্স’ উদ্বোধন করা হয়।

 

আরও পড়ুন:৭০০ ভারতীয় শিক্ষার্থীদের ফেরত পাঠাচ্ছে কানাডা

শেয়ার করুন

আরো খবর