মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন

দুবাই থেকে পাওয়া টাকা গরিবদের দেবেন হিরো আলম

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৭

দেশে নির্বাচনের মাঠ গরম করে এবার বিদেশের গণ্ডিতে পা রাখছেন সামাজিক মাধ্যমে আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। একটি জুয়েলারি দোকান উদ্বোধন করতে দুবাই গিয়েছেন হিরো আলম। দুবাই যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে তিনি বলেন, আমার খুবই একজন আপন, আমাকে খুব আদর করে ভালোবাসে-আরাভ ভাই। আপনারা সবাই জানেন আগামী ১৫ মার্চ আরাভ জুয়েলারির শুভ উদ্বোধন। আর এই উদ্বোধনে বাংলাদেশ, ভারত এবং বিভিন্ন জায়গা থেকে বড় বড় স্টারদের নিয়ে আরাভ ভাই এ জুয়েলারি শপ উদ্বোধন করছেন।হিরো আলম বলেন, দুবাইয়ে বেশ কয়েক দিন থাকব। প্রবাসী ভাইবোনদের সঙ্গে দেখা করব, আড্ডা দেব। তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করব। সব ঠিক থাকলে আগামী ১৯ মার্চ দেশে ফিরর।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে বহুবার গেছি কিন্তু দুবাইয়ে প্রথমবার যাচ্ছি। তাও একটি সোনার দোকানের উদ্বোধন করতে। আমার ইচ্ছে আছে, এখান থেকে যে টাকা পাব তার পুরোটাই গরিব-দুঃখীদের মাঝে বিলিয়ে দেব।

আরও পড়ুন:পৈতৃক ভিটায় পল্লীকবির কবরে পুষ্পমাল্য

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকে ১৫ মার্চ উদ্বোধন হতে যাচ্ছে একটি স্বর্ণের দোকান। আরাভ জুয়েলার্স নামের এই প্রতিষ্ঠানের কর্ণধার বাংলাদেশের একসময়ের চলচ্চিত্র অভিনেতা আরাভ খান।এই অনুষ্ঠানে ক্রিকেটার সাকিব আল হাসানসহ বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, গায়ক নোবেল, রুবেল খন্দকার, বেলাল খান, জাহেদ পারভেজ পাভেল এই জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে দুবাই যাচ্ছেন বলে তারা ভিডিওবার্তায় জানিয়েছেন।

 

আরও পড়ুন:হঠাৎ বাড়িতে সাকিব, মায়ের হাতের রান্না খাওয়ালেন তাসকিনকে

শেয়ার করুন

আরো খবর